সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে বৃষ্টির দিনে ঘরে বসে কাটুক সেরা সময়টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপি : আসিফ নজরুল ঈশ্বরগঞ্জে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন কল্পে বেহাল রাস্তা মেরামতের দাবীতে মানববন্ধন নালিতাবাড়ীর রুপনারায়ণকুড়া ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীর মরিচপুরান ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতক্ষীরায় জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবীতে নিরাপদ সড়ক চাই সংগঠনের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান ঈশ্বরগঞ্জে জাতীয় শিক্ষাপদক বাছাই প্রতিযোগিতা অনুষ্টিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বরিশালে ছয় দফা দাবীতে শিক্ষার্থীদের মহা সড়ক অবরোধ। বগুড়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ উলিপুরে সিএনবি প্রকল্পের আয়োজনে ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি ট্রাকের ধাক্কা নিহত ২ দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি ট্রাকের ধাক্কা নিহত ২ মাই টিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটে এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল নাগরপুরে কৃষি ব্যাংক রেমিট্যান্স লটারির মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জোরপূর্বক অন্যের সম্পদ দখল: সমাধান করতে গেলে উল্টো চাঁদাবাজির অভিযোগ 'হৃদয়ে ডোমার'-এর ১৬তম বর্ষপূর্তি উদযাপিত মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভাঙ্গায় সাবেক স্ত্রীর অপপ্রচারের বিরুদ্ধে সৌদি প্রবাসীর সংবাদ সম্মেলন

পরীক্ষা কেন্দ্র বাতিল হওয়ায় পরীক্ষার্থীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ


জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে শিক্ষাবোর্ড। এতে কেন্দ্রের আওতাধীন বিদ্যালয়গুলোর ২০২৩ সালের শিক্ষাবর্ষের পরীক্ষা কোথায় হবে, এনিয়ে কোমলমতি শিশু পরীক্ষার্থীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। পরীক্ষার্থীসহ তাদের অভিভাবকদের দাবি, পরীক্ষা কেন্দ্রটি পুনর্বহালের। তা না হলে ১০ থেকে ২০ কিলোমিটার দূরে উপজেলা সদরে ভাড়াবাসায় থেকে পরীক্ষায় অংশ নিতে হবে।

গত বৃহস্পতিবার রাতে জানা যায়, ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কামাল হোসেনের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রটি বাতিল করা হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে পরীক্ষাচলাকালে ব্যাপক নকল সংগঠিত হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় কেন্দ্রটি বাতিল করা হয়।

গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে তৎকালীন ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের প্রচেষ্টায় ওই বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র প্রথমবারের মতো অনুমোদন দেওয়া হয়। পরের বছরে ২০১৭ সালে  এসএসসি পরীক্ষা কেন্দ্র অনুমোদন দেয় শিক্ষাবোর্ড। পরীক্ষা কেন্দ্রটিতে ৬টি বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীরা বিগত ৬ বছরে সুনামের সঙ্গে পরীক্ষা দিয়ে আসছিল। চলতি বছরে ৬ টি বিদ্যালয়ের সাড়ে ৬ শত এসএসসি পরীক্ষার্থী কেন্দ্রটিতে পরীক্ষায় অংশ নেয়। 

এসএসসি পরীক্ষার্থী পারভীন আক্তার, রূপসী, সুমন, আবির, দিদার আলীসহ অনেকেই জানায়, 'পরীক্ষা কেন্দ্র বাতিল হওয়ার খবরে পরীক্ষার্থীদের চিন্তা বাড়ছে। কারণ এখন কোথায় পরীক্ষা হবে, সেটা সিদ্ধান্ত হয়নি। নিজ বাড়ি থেকেই এ কেন্দ্র পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। কেন্দ্র বাতিল হলে আমাদের পড়ালেখায় বিঘ্ন ঘটবে। আমাদের দাবি, পরীক্ষা কেন্দ্রটি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা।'

পরীক্ষার্থীর অভিভাবক ফারুক মিয়া, আজিজ, নাজমা বেগম, আফরোজা আক্তারসহ অনেকেই বলেন, 'কুচক্রীমহলের দেওয়া নকল সংগঠিত হওয়ার তথ্যে পরীক্ষা কেন্দ্রটি বাতিল করা হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। কেন্দ্রটি উপজেলা সদরে স্থানান্তর করা হলে, সেখানে বাসাভাড়া নিয়ে পরীক্ষা দিতে হবে। এতে গুনতে হবে মোটা অংকের অর্থ ও সময়। মূলত কেন্দ্রের বিরুদ্ধে অপবাদ ছড়িয়ে একটি বিশেষ মহল ফাঁয়দা নিতে উঠেপড়ে লেগেছে। এতে ক্ষতিগ্রস্তের মুখোমুখি হচ্ছে পরীক্ষার্থীরা।'

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মামুনুর রশীদ মামুন বলেন, 'পরীক্ষা কেন্দ্র বাতিল করা কিংবা কেন্দ্র রাখার বিষয়ে আমাদের কিছু করার নেই। এটা শিক্ষা বোর্ডের এখতিয়ার।'

সদ্য বাতিল হওয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, 'আমরা নিয়মানুযায়ী পরীক্ষাগ্রহণ করেছি। পরীক্ষা কেন্দ্রে নকলের বিষয়ে আমরা অবগত নই। কেবা কারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরীক্ষা কেন্দ্রে নকল সংগঠিত হওয়ার বানোয়াট তথ্য সরবরাহ করেছে।'

আরও খবর