শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে ১৩ মে সোমবার রাত ৮টার দিকে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে চোরাই পথে নিয়ে আসা ১ হাজার ২৯২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে। সেই সাথে চোরাকারবারি মো. রহুল আমীন (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চোরকারবারি মো. রহুল আমীন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামের জনৈক শের আলীর ছেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাইফুল মালেক, এসআই ইউসুব আলী, এসআই শফিকুর রহমান, এসআই আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক, রিপন মিয়াসহ সঙ্গীয় ফোর্স নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে সোমবার রাতে অভিযান চালায়। এ সময় চোরাকারবারি মো. রহুল আমীনের একটি ভাড়া করা গোডাউনে রক্ষিত এবং ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ৫০ কেজির ১ হাজার ২৯২ বস্তা চিনি উদ্ধার করে। সেই সাথে মো. রহুল আমীনকে গ্রেফতার করা হলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাপর কারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মো. রহুল আমীনসহ সংঘবদ্ধ চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে চিনির বস্তা গুলো কাকরকান্দি গ্রামের ওই গোডাউনে রেখে পাচারের জন্য মজুত করে রেখেছিল। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধৃত মো. রহুল আমীনকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
৩৪ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ ঘন্টা ০ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৮ ঘন্টা ৯ মিনিট আগে