আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার (১৫ মে) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি
থানার অফিসার ইনচার্জ, (ওসি) বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এসআই আব্বাস আলী,
এসআই পিয়াস কুমার সাহা, এএসআই কবির হোসেন অভিযান চালিয়ে উপজেলার
আনুলিয়া ইউনিয়নের নাংলা গ্রামের জহির উদ্দিন সানার ছেলে প্রতারনা মামলা
নং-০৯(০৫)২০২৪ এর আসামী ইসহাক আলী পান্না, আশাশুনি সদরের সোদকনা গ্রামের
মৃত গফুর গাইনের ছেলে সিআর পরোয়ানা-২০৪/২২ এর আসামী নূর মোহাম্মদ গাইন ও
কুল্যা ইউনিয়নের পুরোহিতপুর গ্রামের মহাদেব দাসের পুত্র বিজয় দাসকে ০১
লিটার চোলাই মদ এবং চোলাই মদ তৈরীর বিভিন্ন উপকরন মিশানো ২ লিটার পানি সহ
আশাশুনি থানা এলাকা হতে গ্রেফতার করেন। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য
নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা নং-১১(০৫)২৪ রুজু করা হয়েছে।