জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ 'গ' গ্রুপে হামদ্ ও নাত
প্রতিযোগিতায় খুলনা বিভাগে ১ম স্থান অধিকার করেছে আশাশুনির হাফেজ মোঃ
আব্দুল্লাহ। জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে গুনাকরকাটি খায়রিয়া
আজিজীয়া কামিল মাদ্রাসার আলেম ১ম বর্ষের ছাত্র ও মাদারবেড়িয়া গ্রামের
হাফেজ মোঃ ওবায়দুল্লাহ।
কুল্যা ইউনিয়নের
মাদারবাড়িয়া গ্রামের কেরামত আলীর ছেলে ওবায়দুল্লাহ কৃষক পরিবারের অভাবের
সংসারে বেড়ে ওঠা একজন ভদ্র, বিনয়ী ও সদালাপী ছাত্র। ছোটবেলা থেকেই সুমধুর
কণ্ঠে সে ইসলামী সংগীত পরিবেশন করে সবার নজর কেড়েছে।
মাদ্রাসার
প্রিন্সিপাল মাওলানা মোঃ নুরুল ইসলাম বলেন, সে খুব ভালো ছেলে। তার এ
কৃতিত্বে আমরা গর্বিত। ওবায়দুল্লাহ'র জন্য সবাই দোয়া করবেন।
গত
১১ এপ্রিল খুলনা বিভাগীয় পর্যায়ে হামদ্ ও নাত প্রতিযোগিতায় অংশ গ্রহণ
করে ১ ম স্থান অধিকার করে ওবায়দুল্লাহ। আগামী ২০ মে সকাল ১০টায় ঢাকার
সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় অংশ
গ্রহণের জন্য সে নির্বাচিত হয়েছে। এর আগে সসে উপজেলা ও জেলা পর্যায়ে
কৃতিত্ব অর্জনের জন্য শ্রেষ্ঠত্বের অধিকারী হয়। সে আশাশুনি উপজেলা ও
সাতক্ষীরা জেলার প্রতিনিধি হিসাবে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে
১ম স্থান অধিকার করেছে। ওবায়দুল্লাহ ভবিষ্যতে বড় আলেম হয়ে ইসলামের খেদমত
করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।