সাতক্ষীরা জেলার কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারের চাউল ও মাংসের পট্টির (তোহা বাজার) লোহার ফ্রেম যুক্ত টিনের ছাউনি টানা ৫ দিন অতিবাহিত হওয়ার পরেও উদ্ধার না হওয়ায় এবং সরকারী স্থাপনা ভাংচুরে প্রসানের নিরব ভুমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে । ক্ষুদ্র ব্যবসায়ীরা রৌদ্র উপেক্ষা করে খোলা আকাশের নিচে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করছে।
বাজার কমিটির পক্ষ থেকে ছাউনি উদ্ধার ও ভাংচুরে জড়িতদের বিরুদ্ধে কোন উদ্যোগ গ্রহণ না করায়, ব্যবসায়ী মহাল সহ-সাধারণ জনগণের মধ্যে বাজার কমিটির ইন্ধনে চাউল এবং মাংসের-পট্টি (তোহা বাজার)দখল করার চেষ্টা করা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গত ১২ মে কালিগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা আজহার আলী তোহা বাজারটি সরজমিনে পরিদর্শন করে জন-সম্মুক্ষে উক্ত জায়গা কারো নামে বন্দোবস্ত দেওয়া হয় নাই মর্মে মন্তব্য করায় পরিষ্কার হয়ে গেছে যে কোনরুপ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ভূমিদস্যরা তাদের স্বার্থ হাসিল করার জন্য রাতের আঁধারে চাউল ও মাংস বিক্রয়ের জায়গা দখল করার চেষ্টা করেছে। সরকারি সম্পত্তি জোরপূর্বক দখল ও ঘর ভাংচুর করে লোহার ফ্রেম যুক্ত টিনশেড ছাউনি গায়েব করে দখলবাজরা প্রকাশ্য ঘুরে বেড়ানোর জনমনে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। ব্যবসায়ী শাজাহান কবির শানু, রওশান কাগুজি, সেলিম মাহমুদ বলেন বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন প্রভাব খাটিয়ে প্রশাসন কে ম্যানেজ করে তোহা বাজার দখল করে সরকারী সম্পদ ও সম্পর্তি দখলের চেষ্টা করছে তা না হলে প্রশাসন নিরব কেন? এ ঘটনায় বালিয়াডাংগা (কৃষ্ণনগর) বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য নূর হোসেনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী রওশান কাগুজি অভিযোগে তিনি উল্লেখ করেন বিগত ১০ মে রাত্র ১টার দিকে বালিয়াডাংগা বাজার সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভিন এবং বাজারের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নূর হোসেনের হুকুম ও ইন্ধনে তাদের দলিয় ২০/২৫ জন লোক চাউল ও মাংসের চাঁদনির (তোহা বাজার) সরকারী ভাবে নির্মিত টিন শেড ও লোহার ফ্রেম ভেঙে আত্নসাৎ করেছে এবং উক্ত স্থানে অবৈধ ভাবে ভবন নির্মাণের জন্য ইট রড সিমেন্ট নিয়ে আসে। স্থানীয় ব্যবসায়ীরা বুজতে পেরে কালিগঞ্জ থানা পুলিশকে জানালে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নির্মাণ সামগ্রী সহ তাদেরকে আটক করে এবং ইউপি সদস্য সাইফুল ইসলামের জিম্মায় আটক নির্মাণ সামগ্রী সহ তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু অদ্যবধি সরকারী সম্পদ লোহার ফ্রেমযুক্ত টিনশেডটি উদ্ধার হয়নি। এবং সরকারী সম্পর্তি জবর দখলের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
অতিদ্রুত পদক্ষেপ গ্রহনের মাধ্যমে সরকারী সম্পদ উদ্ধার এবং জবর দখলকারী ও সাধারণ ব্যবসায়ীদের মধ্য উত্তেজনা নিরসন এবং চাউল ও মাংসের তোহা বাজারটি বহাল রাখার দাবি জানিয়েছেন। স্থানীয় জনগণ বাজারের ব্যবসায়ীরা
১ ঘন্টা ১৩ মিনিট আগে
১ ঘন্টা ১৬ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে
৩ ঘন্টা ২৪ মিনিট আগে
২২ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে