কারিতাস ময়মনসিংহ অঞ্চল আলোক-৩ প্রকল্পের সহযোগিতায় প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক ক্যাম্পেইন উপলক্ষে বিজ্ঞান মেলা, শিক্ষা ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৪ সোমবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয়ে এ বিজ্ঞান মেলা, শিক্ষা ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিড়ইডাকুনী ধর্ম পল্লীর পাল পুরোহিত রেভা ফাদার মনিন্দ্র এম চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ডায়োসিস এর মাননীয় বিশপ পনেন পল কুবি সিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স থেকে আগত মি. আবদেল, বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার জেমস সরকার সিএসসি, সহকারী প্রধান শিক্ষিক ব্রাদার গ্রেনার নকরেক, সহকারী পাল পুরোহিত মানূয়েল চাম্বুগং। এছাড়াও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ, কারিতাস ময়মনসিংহ অঞ্চল আলোক-৩ প্রকল্পের ফোকাল পার্সন মি. বাঁধন চিরান, আলেক-৩ প্রকল্পের কৃষি কর্মকর্তা মিস এনা নকরেক, জেপিও মি. সুরঞ্জন রাকসাম, আলোক-৩ প্রকল্পের এফও অতুল ম্রং ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ পরিবেশ ও জলবায়ু সহনশীল বিষয়ক ৪৬টি প্রজেক্ট প্রদর্শন করেন এবং ক্যাটাগরি অনুযায়ী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
৩৮ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩ মিনিট আগে
৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ ঘন্টা ১৩ মিনিট আগে