শেরপুর জেলার ঝিনাইগাতীতে সরকারিভাবে বোরো মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫ মে শনিবার সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ওয়াহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি মৌসুমে ঝিনাইগাতী উপজেলায় ১ হাজার ৭৭৪ মেট্রিক টন চাল এবং ১ হাজার ৬৪৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি চাল ৪৫ টাকা এবং প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা। ঝিনাইগাতী উপজেলার চুক্তিবদ্ধ চালকল মালিক সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবে। এছাড়াও তিনি আরো জানান, অ্যাপসের মাধ্যমে আবেদনকৃত একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান গুদামে বিক্রয় করতে পারবে।
৩৮ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩ মিনিট আগে
৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ ঘন্টা ১৩ মিনিট আগে