শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ২৫ মে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল কবীর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সদস্য জাহিদুল হক মনির প্রমুখ। উল্লেখ্য, বর্ষা মৌসুম শুরু হলেই সামান্য বৃষ্টিপাতে ধানহাটি রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ধান বিক্রেতা ও ক্রেতারা চরম দুর্ভোগের শিকার হয়ে থাকে। এ দুর্ভোগ লাঘবে বাজারের ধানহাটি মোড় হতে শেষ মাথা পর্যন্ত হেরিং বোন বন্ড রাস্তা সংস্কারের কাজের জন্য নবনির্বাচিত এমপি দুই মাস আগে বণিক সমিতির এক পরিচিতি সভায় ঘোষণা দিয়েছিলেন জুন মাসের আগেই এ রাস্তা সংস্কার করে দেওয়া হবে। ওই প্রতিশ্রুতি রক্ষার্থে নবনির্বাচিত সংসদ সদস্য হাট বাজারের রাজস্ব তহবিল হতে বরাদ্দ অর্থ দ্বারা এ কাজের উদ্বোধন করলেন।
৩৮ মিনিট আগে
২ ঘন্টা ৭ মিনিট আগে
৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩ মিনিট আগে
৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ ঘন্টা ১৩ মিনিট আগে