আশাশুনি থানা পুলিশ অভাযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক
আসামীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (৩ জুন) গ্রেফতারকৃতদের আদালতে
প্রেরণ করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ
বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এসআই শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায়
আশাশুনি থানা মামলা ০২(০৬)২০২৪ (ধর্ষনের চেষ্টা) এর আসামী সরাফপুর গ্রামের
মৃত গোলাপ গাজীর ছেলে ফজলুল হক গাজীকে, এসআই পিয়াস কুমার সাহা অভিযান
চালিয়ে সিআর- ১৭৬/১৯ (লাল) এর আসামী শ্রীউলা গ্রামের লতিফ গাজীর ছেলে
শাহিনুর, জিআর- ৮৩/০৮ (সাজাপ্রাপ্ত) এর আসামী নাংলা গ্রামের আনসার সরদারের
কন্যা আনোয়ারা আনু ওরফে অনু ও এএসআই জাকির হোসেন পৃথক অভিযানে জিআর-৩৬/০৩
(বটিয়াঘাটা)ও জিআর-৩৬/০৩ (সাজাপ্রাপ্ত) এর আসামী হিজলিয়া গ্রামের সবদার আলী
গাজীর ছেলে জোনাব আলী, পিতা- সবদার আলী গাজীকে থানা এলাকা হতে গ্রেফতার
করেন।