পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছে ডোমার উপজেলা স্কাউটসের সভাপতি ও সাধারণ সম্পাদক।
রবিবার (১৬ই জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ ডোমারবাসীর উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন। এসময় উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।
উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ বলেন, ঈদ আমাদের শিক্ষা দেয় সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার। ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহায় সাধারণ মুসলমানদের কোরবানি হোক মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য। ঈদের সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো পরিহার করে নিজের নিরাপত্তায় গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণে রেখে ও সতর্কতা মেনে গাড়ি চালনার জন্য তরুণ সমাজের প্রতি অনুরোধ জানাই।
এছাড়া যত্রতত্র কোরবানির পশুর বর্জ্য না ফেলে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ রাখার আহ্বান জানান তিনি। সেইসাথে, যত্রতত্র বর্জ্য ফেললে প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
৩ ঘন্টা ২০ মিনিট আগে
৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ ঘন্টা ১ মিনিট আগে