ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহা আজ। যা মুসলিম উম্মাহর আরেকটি বড় ধর্মীয় উৎসব। নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদের নামাজ।
সোমবার (১৭ই জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলা শহরের ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। এতে ইমামতি করেন, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং জামিয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাহমুদ বিন আলম।
নামাজের পর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থান ব্যবস্থাপনা কমিটির অর্থ সম্পাদক মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডোমার পৌরসভার মেয়র ও ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু।
নামাজ শেষে খুতবার পর দেশ ও জাতির মঙ্গল কামনা সহ ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর বর্বরোচিত গণহত্যা থেকে মুসলিমদের হেফাজতে রাখার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া ও মোনাজাত করা হয়।
ঈদের প্রথম জামাত শেষে ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ২য় জামাত পরিচালনা করেন। বৈরী আবহাওয়ার মাঝেও ঈদগাহে নামাজ আদায় করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন মুসল্লিরা।
নামাজে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়া, পৌর শহরের আরেকটি বড় ঈদগাহ তথা ছোটরাউতা একরামিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯টায় পবিত্র ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হয়।
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ২৬ মিনিট আগে
২ ঘন্টা ২৭ মিনিট আগে
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ ঘন্টা ৪২ মিনিট আগে