লটারিতে এবার লাখপতি নির্বাচিত হয়েছেন মনোয়ারা বেগম ও তাসলিমা বেগম।
নোয়াখালী জেলার সেমবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের কৃতি সন্তান টপস্টার গ্রপের চেয়ারম্যান সৈয়দ হারুন ফাউন্ডেশনের কর্তৃক লটারির মাধ্যমে নির্বাচিত নতুন লাখপতি এবং বিশেষ সম্প্রদায়ের কিছু পরিবারের স্বপ্ন পূরণ,সদস্যদের মনোনীত ব্যাক্তিদের বিভিন্ন খাতে সাহায্য সহায়তা এবংবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১৮ই জুন রাত ৮ঘটিকার সময় সৈয়দ মঞ্জিলের হল রুমে। ৪র্থ বারের মতো লটারিতে এবার লাখপতি নির্বাচিত হয়েছেন ৫নং অর্জুনতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইদুলপুর গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম ও ৩ নং ওয়ার্ড সিলোনিয়া গ্রামের তাসলিমা বেগম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ হারুন, ৫ নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন,সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবদুস সাত্তার বিএসসি, সমাজ সেবক আবু ইউসুফ মজুমদার,নিজামুল হক চৌধুরী ওরফে নিজাম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলী হোসেন রতন, কুতুব উদ্দিন ও টপ স্টার গ্রুপের বিজনেস ফাটনার শাহাদাত হোসেন।
লাখপতি নির্বাচন ছাড়াও লটারির মাধ্যমে চার জন ব্যাক্তিকে তাদের ইচ্ছা পূরণের জন্য নির্বাচন করা হয়, তারা হলেন,৬ নংওয়ার্ড উত্তর গোরকাটা গ্রামের জানোওরা বেগম,১নং ওয়ার্ড চাচুয়া গ্রামের জাহাঙ্গীর আলম,৭নং ওয়ার্ড দক্ষিণ গোরকাটা গ্রামের ছালা উদ্দিন, ৮নং ওয়ার্ড দরি গোরকাটা গ্রামের সালেহা বেগম।
২০১৯ সাল থেকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের কার্যাক্রম শুরু হওয়ার পর থেকে মানব কল্যানে কাজ করে যাচ্ছে। এ-ই ফাউন্ডেশনের উল্লেখ করার মতো কার্যক্রমের মধ্যে রয়েছে, ১,গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রধান
২,গরিব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
৩,গরিব অসহায়দের মাঝে কোরবানির মাংস বিতরণ।
৪,হতদরিদ্র পরিবারের নগদ অর্থ প্রদান।
৫,হতদরিদ্রের মাঝে শীত বস্র বিতরণ।
এরপর রাত দশটার দিকে নতুন লাখ পতিদের সৌজন্যে আমন্ত্রিত অতিথি ও নতুন লাখপতিদের নিয়ে ডিনারের ব্যবস্থা করা হয়।