উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল পুলিশের নতুন লোগো প্রকাশ ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক কারাগারে অভিনেত্রী মেঘনা আলম মিয়ানমারে ফের ভূমিকম্প বেড়েছে সবজির দাম, সংকট সয়াবিন তেলের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে। আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০ বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন এডভোকেট এরফানুর রহমান মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হল। চিলমারীর সিমান্তে মা ও মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় ২ গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ইসলামপুরে পরীক্ষা চলাকালে খোলা রাখায় ফটোকপির দোকান সিলগালা, ২ কর্মচারী আটক রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার-৩ বাকৃবি উপাচার্যের সাথে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক

মাছ ধারায় নিষেধাজ্ঞা,আশাশুনির জেলেরা চান বিকল্প কর্মসংস্থান।

সমুদ্রে সব ধরনের মাছ ধরার চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে আশাশুনির বিভিন্ন এলাকার জেলে পল্লীতে দেখা দিয়েছে অলসতা।বিকল্লপ কর্মসংস্থান না থাকায় অলস সময় কাটছে তাদের। নিষেধাজ্ঞা চলাকালে বাড়তি আয়ের জন্য কর্মসংস্থানের দাবি জানিয়েছেন তারা।সরেজমিনে দেখা যায় উপজেলার বুধহাটা,কুল্যা, দরগাপুর,কাদাকাটি,খরিয়াটি,প্রতাপনগর,খাজরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েকশত জেলে পরিবার অলস সময় কাটাচ্ছে।সরকারি খাদ্য সহয়াতা দেওয়া হলেলও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ কারনে জেলেরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা চান। জেলেদের ভাষ্য মতে সারা বছর মহাজনদের কাছথেকে লাখ লাখ টাকা দাদন নিয়ে সাগরে মাছ ধরতে হয়।আড়তে মাছের টাকা দিয়ে মহাজনদের দাদনের টাকা সহবড় অংকের সুদ দিতে হয়।বাকী টাকা দিয়ে সারা বছর সংসার চালাতে হিমশিম খেতে হয়।প্রাকৃতিক দুর্যোগও খারাপ আবহাওয়ার জন্য মাছ না পেলে মহাজনদের কাছ থেকে টাকা নিয়ে ও কখনো স্ত্রীর গহনা বন্ধক রেখে চলতে হয়। বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া গ্রামের সাগর নির্ভরশীল জেলেরা বলেন ,কানো কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ বন্যা, জলোচ্ছ্বাস প্রতিকূলতায় মাছ না পেয়ে খালি হাতে ফিরতে হয় তাদের। বছরের বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই মহাজনদের সুদের টাকার বেড়াজালে আটকে যেতে হয় এসব জেলেদের। নিতাই বলেন,অবকাশকালীন সময়ে বিকল্প কর্মসংস্থানের জন্য সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ব্যবস্থার মাধ্যমে যা থেকে নিজ বাড়িতে হাঁস-মুরগি পালন, পুকুরে মাছ চাষ ও আধুনিক প্রযুক্তিতে সবজি উৎপাদন করে এ জেলে পেশার মানুষের সংসারের চাকা সচল করা সম্ভব। পাশাপাশি খাদ্য সহায়তা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তারা।নিমাই পরামান্য বলেন, মাছ ধরা বন্ধ থাকা কালে সরকারি ভাবে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে চাল পাই।এ সামন্য চাল নিয়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর।দ্রব্যমূল্যে ও উদ্ধগতির কারনে সংসার চালানো আরো কষ্টকর হয়ে পড়েছে।আশাশুনি উপজেলা মৎস্য কর্ম কর্তা বলেন,মানবিক দিক বিবেচনা করে বিষয়টি উদ্ধর্ত্তন কর্মকর্তাদের জনানো হবে।

Tag