সোনাইমুড়ীতে লাল সবুজ বাস কাউন্টারে ২০০ টাকা বেশি ভাড়া নিয়ে জরিমানা গুনল ১০ হাজার
নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীদের কাছ থেকে ২০০ টাকা করে অতিরিক্ত ভাড়া নেওয়ায় দুটি বাস কাউন্টারকে দশ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে সোনাইমুড়ী বাজারে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা এবং সহকারী কমিশনার (ভূমি) শাহিন মিয়ার নেতৃত্বে এ অভিযান পারিচালনা করা হয়।
এ সময় সোনাইমুড়ী থেকে ঢাকাগামী বাসে ৫৫০ টাকার টিকিট ২০০ টাকা বেশিতে ৭৫০ টাকা করে বিক্রি করার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। যে কারণে লাল সবুজ বাসকে ৫ হাজার ও ইকোনো বাস কাউন্টার থেকে একই পরিমাণ টাকা জরিমানা আদায় করা হয়।
ইকোনো বাসের আলম নামের এক যাত্রী বলেন, ‘ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও তারা বাড়তি বাড়া আদায় করছে, এটা অন্যায়। আমরা যাত্রীরা সচেতন থাকলে তাদের এ বিষয়গুলো রুখে দেওয়া সম্ভব।’
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। সেখানে বাড়তি ভাড়া আদায়ের সত্যতা পাই। যে কারণে ২টি কাউন্টারকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১০ ঘন্টা ১৭ মিনিট আগে
১০ ঘন্টা ২০ মিনিট আগে