পটুয়াখালীর মির্জাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদমান জমিতে পাকা ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে বিবাদী শাহ আলম মৃধা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এবিষয়ে স্থানীয় প্রশাসনের কোনরকম সহয়তা পাচ্ছে না বলে জানান সম্পত্তির মালিকানা দাবি করা মোঃ ছত্তার মোল্লা।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে দক্ষিণ আমড়াগাছিয়া মৌজাভুক্ত ২৪ নং জেল এর আরএস ভুক্ত ৫৩৮/৫৩৯ নং এবং এসএ ভুক্ত ১১৯৮/১৭/১২৯৫ নং খতিয়ানের ২১৫৪/২১৫৫/২১৫৩/২১৭৮/২১৮৬/২৩৪৫/২৩৪৬/২১৭২ সহ ১১টি দাগে মোট ১৯৭ শতাংশ জমি পৈত্রিক সূত্রে মালিকানা পান ছত্তার মোল্লা। কিন্তু বিবাদীগন জোরপূর্বক প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে না দিয়ে ভোগ দখল করে আসছে। এমতাবস্থায় উক্ত সম্পত্তি নিয়ে মির্জাগঞ্জ বিজ্ঞ সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা চলমান আছে। যার মামলা নং -১০০/২০২২। মামলার রায়ে বিজ্ঞ আদালত বিরোধীয় জমিতে আগামী ২ জুলাই পর্যন্ত সকল প্রকার স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু আদলতের নিষেধাজ্ঞা আমান্য করে স্থানীয় পেশি শক্তির প্রভাব খাটিয়ে মামলার ১৪ নং বিবাদী শাহ আলম মৃধা ১১৯৮ খতিয়ানের ৪০ শতাংশ জমি দখল করে স্থায়ীভাবে পাকা ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে স্থানীয় থানায় গিয়েও কোন প্রতিকার পাননি ভুক্তভোগী।
এ ব্যাপারে মামলার বাদী ভুক্তভোগী ছত্তার মোল্লা অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞার আদেশ নিয়ে মির্জাগঞ্জ থানায় দারস্থ হলেও কোন প্রতিকার পাইনি। এমনকি থানায় অভিযোগ দিতে চাইলে তাও নেয়নি পুলিশ।
অভিযুক্ত শাহআলম মৃধা বলেন, আমি কোন অনিয়ম করিনি।আমার জমিতে আমি ঘর উত্তোলন করেছি।
মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, এরকম কোন নিষেধাজ্ঞার কপি নিয়ে কেউ এসেছে বলে মনে পড়ে না। যদি নিষেধাজ্ঞার আদেশের কপি নিয়ে অভিযোগ করে বা আইনী সহযোগিতা চায় অবশ্যই তা করা হবে।
৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ৫ মিনিট আগে
১০ ঘন্টা ৬ মিনিট আগে
১২ ঘন্টা ৮ মিনিট আগে
১৯ ঘন্টা ৩২ মিনিট আগে