গোয়ালন্দ পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা।
রাজবাড়ীর জেলার গোয়ালন্দ পৌরসভার ২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হয়।এই সাথে ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেট ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০ ঘটিকার সময় গোয়ালন্দ পৌরসভার হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। গোয়ালন্দ পৌরমেয়র নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ১৩৭ টাকা। ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৫ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা।
উদ্বৃত্ত ধরা হয়েছে ২৬ লক্ষ ৯২ হাজার ৬৩৭ টাকা
উন্নয়ন প্রকল্পসমূহের আয় ধরা হয়েছে ৫৯ কোটি ৩১ লক্ষ ১৫ হাজার ২৬৮ টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৬০ লক্ষ ৮ হাজার টাকা।
উন্নয়ন উদ্বৃত্ত (প্রকল্প সহ) দেখানো হয়েছে ৭১ লক্ষ ৭ হাজার ২৬৮ টাকা।
প্রস্তাবিত বাজেটের মূলধন থেকে আয় দেখানো হয়েছে ৫৬ লাখ ৯৯ হাজার ১ টাকা। মূলধন ব্যয় হিসেবে ধরা হয়েছে ২৫ লাখ ৫০ হাজার ১ টাকা।
মূলধনে উদ্ধৃত্ত ধরা হয়েছে ৩১ লক্ষ ৪৯ হাজার ১ টাকা।
এ সময় ৬৪ কোটি ৪৮ লক্ষ ৮৪ হাজার ৪ শত ২৬ টাকা মাত্র বাজেট ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, পৌর প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সুজ্জল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, পৌর কাউন্সিলর আলাউদ্দিন মোল্লা, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম শেখ প্রমূখ।
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ ঘন্টা ৭ মিনিট আগে
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩৫ মিনিট আগে