সংবাদ কর্মীকে মারধর, অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেওয়া সেই উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ এর বিরুদ্ধে কৈফিয়ত তলবসহ তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আগামী ২ জুলাই ২০২৪ ইং তারিখে এই তদন্ত অনুষ্ঠিত হবে।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের এক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়, কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের বিরুদ্ধে “বার্তা ২৪” ও “Daily Barta” পত্রিকায় “সাংবাদিককে লাথি মেরে কক্ষ থেকে বের করে দিলেন শিক্ষা কর্মকর্তা” এবং “শিক্ষাবার্তা” পত্রিকায় “প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরের অশালীন ভাষার বক্তব্যের ভিডিও ভাইরাল বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হয়।
এমন কর্মকান্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাংবাদিকের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ সংক্রান্ত তদন্ত আগামী ০২ জুলাই ২০২৪ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা শিক্ষা অফিস, কিশোরগঞ্জ, নীলফামারীতে অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, উক্ত তদন্ত অনুষ্ঠানে নীলফামারী সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকবেন। তদন্ত অনুষ্ঠানে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণাদিসহ উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, সংবাদ সংগ্রহের জন্য গত ২৪ জুন দৈনিক আজকের আলোকিত সকালের ভ্রাম্যমাণ প্রতিনিধি মনির হাসান জীবন শিক্ষা কর্মকর্তার অফিসে গেলে তথ্য চাওয়ায় সেই সংবাদ কর্মীকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন। এমন কর্মকান্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ ঘন্টা ২ মিনিট আগে
৬ ঘন্টা ৩৩ মিনিট আগে