২০১৮ সালের পরিপত্র বহাল,সাপেক্ষে কমিশন গঠন করে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আজ শনিবার (৬রা জুলাই) বেলা১১ টায় বঙ্গবন্ধু ম্যুরাল থেকে মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন মর্ডান মোড় অবরোধ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী পদযাত্রা ও সমাবেশে অংশগ্রহণ করে মহাসড়ক অবরোধ করে। হাতে পোস্টার আর মুখে বিভিন্ন রকম স্লোগানে মুখরিত করে। সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদের দাবি দাওয়া উপস্থাপন করে।
আন্দোলনে শিক্ষার্থীরা দৈনিক দেশচিত্রকে বলেন, ‘আমরা কখনোই সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই। কিন্তু আমাদের কিছু করার নাই। কারণ যে পরিমাণ কোটা, তাতে মেধাবীরা দেশে চাকরি না পেয়ে বাইরে চলে যাবেন। দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবেন।’
আরেকজন শিক্ষার্থী বলেন, সরকারি চাকরিতে কোনো প্রকার কোটা রাখা যাবে না। আমরা কোটা দিয়ে কামলা না, মেধা দিয়ে আমলা চাই। আমাদের এ সোনার বাংলায় কোটা ব্যবস্থার ঠাঁই নেই। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন চলবে।’
৪ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে