কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাখাইয়ে সাংবাদিক এমএ ওয়াহেদ এর মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক। জয়পুরহাটে অপ চিকিৎসায় পঙ্গুত্ববরণের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শাজাহানপুরে শারিরীক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের স্বীকার পুতিন যুদ্ধবিরতি নিয়ে ‘ছলনা’ করছেন: জেলেনস্কি আজ পৃথিবীর অন্যতম বড় ইফতার অনুষ্ঠিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব কে নিয়ে কক্সবাজার প্রধান উপদেষ্টা কুবিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস রাজবাড়ীতে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার । সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংস সহ আটক ১ যমজ সন্তানদের পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শ্যামনগর পৌরসভার জন্মনিবন্ধন জটিলতার সমাধান করলেন ইউএনও রণী খাতুন শ্যামনগর বনশ্রী শিক্ষা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলীর মৃত্যু ৫ শতাধিক শিক্ষার্থী নিয়ে শিবিরের সপ্তাহব্যাপী গণইফতার কর্মসূচি বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কী? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব মাঈনউদ্দিন আল-মাহীর কবিতা - "শব্দহীন অভিমান" ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন লালপুরে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার, ছাত্রদল নেতাসহ আটক ২

'মঞ্চমুকুল-২০২৪ পদক' পেলেন ডোমারের ফেরদৌস

'মুক্তজীবন গড়ে তোলার মঞ্চ মোদের তরণী'–স্লোগানকে সামনে রেখে পিপলস থিয়েটার এসোসিয়েশন কর্তৃক প্রবর্তিত 'মঞ্চমুকুল-২০২৪ পদক' অর্জন করেছেন নীলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান ও বিটিভির নিয়মিত নৃত্যশিল্পী মোঃ ফেরদৌস।


শুক্রবার (৫ই জুলাই) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পিপলস থিয়েটার এসোসিয়েশনের আয়োজনে এবং ঋত্মিক নাট্যপ্রাণ শিশুবন্ধু লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় অনুষ্ঠিত 'মঞ্চকুড়ি' ও 'মঞ্চমুকুল' পদক প্রদান অনুষ্ঠানে ফেরদৌসের হাতে পদক ও সনদ হস্তান্তর করেন অতিথিরা।


অনুষ্ঠানে পিপলস থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশিষ্ট নাট্যকার, গবেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজা হিলালী, পিপলস থিয়েটারের সংগীতের প্রধান শিক্ষক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াসমীন আলী প্রমুখ বক্তব্য রাখেন।

মঞ্চমুকুল পদকপ্রাপ্ত মোঃ ফেরদৌস নীলফামারী জেলার ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের বড়রাউতা মুন্সিপাড়া এলাকার মোঃ জিকরুল ইসলামের পুত্র। তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর নিয়মিত নৃত্যশিল্পী হিসেবে কাজ করছেন। এছাড়া স্থানীয় পর্যায়ে একাধিক সাংস্কৃতিক সংগঠন ও নৃত্য একাডেমির নৃত্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।


২০১৭ সালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাসকৃত ফেরদৌস বর্তমানে ডোমার সরকারি কলেজে স্নাতকে পড়াশোনা করছেন। তিনি পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও নৃত্য চর্চা করেন। ইতোমধ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন পুরষ্কার, পদক সহ বেশ সুনাম অর্জন করেছেন তিনি।


পদকপ্রাপ্তির বিষয়ে আনন্দ প্রকাশ করে তিনি দৈনিক দেশচিত্রকে বলেন, আমার এতদিনের সাধনায় মঞ্চমুকুল পদক অর্জন করতে পেরে আমি অভিভূত। বাংলাদেশের নৃত্যশিল্পে আরও বহুদূর এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরও খবর