বর্তমান সরকারের গণমুখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে নীলফামারীর ডোমারে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ই জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
এসময় নীলফামারী জেলা পুষ্টি সমন্বয়কারী মোঃ বোরহান, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান সরকারের গণমূখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে সরকারি সময়সূচি অনুযায়ী সকল কমিউনিটি ক্লিনিকে উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের সেবা প্রদান ও প্রতিমাসে যথানিয়মে সকল সেবাদান কার্যক্রম অনলাইনে প্রদান সহ আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।