আগামী ১২ ও ১৩ই জুলাই নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলা শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাবেদুল ইসলাম সানবীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদের সঞ্চালনায় শনিবার (৬ই জুলাই) বিকালে ডোমার ডাকবাংলো কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুই উপজেলার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও উদ্বোধক হিসেবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু উপস্থিত থাকবেন বলে জানায় স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
মতবিনিময় সভায় পার্শ্ববর্তী দুই উপজেলার সাংগঠনিক সম্মেলনে ডোমার উপজেলা শাখার অংশগ্রহণ শীর্ষক আলোচনা করা হয়। এতে উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।