২০২৩-২৪ অর্থবছরে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ই জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ ফেরদৌসি বেগম প্রমুখ।
এবিষয়ে ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, ২০২৩-২৪ অর্থবছরে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ডোমারের একজন কৃষি উদ্যোক্তা জাতীয় ভাবে পুরস্কৃত হয়েছেন। সরকার কৃষকদের সন্মানিত করছেন। এবার এক হাজার ৯০০ জন কৃষককে জনপ্রতি ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি আমন ধানের বীজ বিতরণ করা হচ্ছে।