মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোহাম্মদ শুয়াইব মাহমুদ নাজিম (১১) নামে এক শিশু গত ১ জুলাই থেকে নিখোঁজ নিখোঁজ রয়েছে।
গত ১১দিন ধরে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুজি করে তার কোনো সন্ধান না পাওয়ায় ৮ জুলাই শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরী করেন শিশুর মা মোছাঃ সাহানা আক্তার (৩৩)।
শ্রীমঙ্গল থানার জিডি নং: ৪৫১, জিডি ট্যাকিং নং: 3YUZ6N।
নিখোঁজ শিশুর মা সাহানা আক্তার জানান, গত ১ জুলাই সকাল ১০টার দিকে আমার বড়ছেলে মোহাম্মদ শুয়াইব মাহমুদ (নাজিম) আমাদের বর্তমান ঠিকানা শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ডের জালালিয়া উত্তর বাসা থেকে মসজিদে যাওয়ার কথা বলে বের হয়ে যায়। পরতীতে বাসায় না ফেরায় আমি আমার আত্মীয় স্বজনসহ আশেপাশের সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে ছেলের কোন সন্ধান পাইনি। পরবর্তীতে উক্ত বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারন ডায়রী করি।
বাসা থেকে বের হওয়ার সময় আমার ছেলের পড়নে লাল রংয়ের গেঞ্জি ও নীল রংয়ের পায়জামা ছিল। তার মুখমন্ডল গোলাকার, শারীরিক গড়ন-মাঝারী, উচ্চতা-৪ ফুট ৫।
গত ১২ দিন ধরে ছেলের সন্ধান না পেয়ে তার পরিবার এখন দিশেহারা। নিখোঁজ শিশু শুয়াইব শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া রোডের মোঃ নাছির ও সাহানা আক্তারের দুই সন্তানের মধ্যে সে বড়। তার ছোট ৯ বছরের এক ভাই রয়েছে। সে আশিদ্রোন মাদরাসার শিক্ষার্থী।
এ বিষয়ে কোনো হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে তার মা-বাবার মোবাইল নম্বরে (01648-668754, 01648-668750) যোগাযোগ করা জন্য অনুরোধ করেছেন শিশুর পরিবার।
৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ ঘন্টা ২৯ মিনিট আগে
২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২২ ঘন্টা ৪১ মিনিট আগে
২২ ঘন্টা ৪২ মিনিট আগে
২২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে