নোয়াখালীর সেনবাগের সাংবাদিক প্রতিনিধি দল কর্তৃক সেনবাগের মন্দির সমূহ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৬ আগস্ট ) নোয়াখালীর সেনবাগ উপজেলার বিভিন্ন মন্দির সমূহ পরিদর্শন করেন, সেনবাগে কর্মরত সাংবাদিক প্রতিনিধি দল।
সাংবাদিক মোঃ আলা উদ্দিন আলো এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, সেনবাগ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি সাংবাদিক ড. মোহাম্মদ আবু নাছের, সাংবাদিক জুয়েল রানা, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান হারুন ও সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম।
এসময় সাংবাদিকগণ পরিদর্শনে বিভিন্ন মন্দির সমূহের পরিচালকগণের নিকট বৈষম্য বিরোধী আন্দোলনে মন্দিরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেছে কী না ? জানতে চাওয়া হলে, তাঁরা একবাক্যে বলেন, আমরা সকলের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলছি,যার ফলশ্রুতিতে সকলের দ্বারা নিরাপত্তার বেষ্টনীতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
তাঁরা সাংবাদিকদের বলেন, আমরা সবাই এদেশের নাগরিক, সকলে মিলে শান্তিতে বসবাস করতে চাই। সাংবাদিকগণ বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনায় দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও আমাদের জানাবেন। আমরা সকলেই মিলে এর প্রতিকারের ব্যবস্থা নেবো বলে আশ্বাস দেন।
৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৯ ঘন্টা ৩ মিনিট আগে
৯ ঘন্টা ৫১ মিনিট আগে
১০ ঘন্টা ৪ মিনিট আগে
১০ ঘন্টা ৫৪ মিনিট আগে
১১ ঘন্টা ১৭ মিনিট আগে
১২ ঘন্টা ২৯ মিনিট আগে
১২ ঘন্টা ৫৩ মিনিট আগে