শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রায় দেড় যুগ পর আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলা সদরের রাজমনি হোটেল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে কাংশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, ধানশাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, বিএনপি নেতা আব্দুল মান্নান হিরা, ছামিউল হক সাদা, ছাত্র নেতা শামিম মোস্তফা, আরেফিন সোহাগ, স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান বিপ্লব, যুবনেতা মাসুম বিল্লাহ, কৃষক দলের সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা বিএনপি’র মহিলা নেত্রী জেবুননেছা হক কোহিনুরসহ অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা সকল প্রকার সহিংসতা ও অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের নিন্দা জানান। সেইসাথে বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে আনন্দ মিছিল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের রুহের মাগফেরাত কামনাসহ আহতদের দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। আনন্দ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
১০ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে