শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের ধানহাটি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক, ছাত্রদলের আহ্বায়ক মো. আরেফিন সোহাগসহ অন্যান্য নেতাকর্মীগণ। এসময় বিএনপি নেতা শামীম মোস্তফা, ইদ্রিস আলী হিরু, রেজাউল করিম রেফাজ, কেএম আবু সালেহসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি’র নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বিএনপি নেতৃবৃন্দরা বলেন, বিগত ১৬ বছর দেশটাকে নৈরাজ্যের আখড়া হিসেবে তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার প্রতিবাদে মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ।
১১ মিনিট আগে
১৪ মিনিট আগে
২৯ মিনিট আগে
৪৫ মিনিট আগে
১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ ঘন্টা ০ মিনিট আগে