লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

কুষ্টিয়ায় পৃথক দুটি মামলায় হানিফ-আতা প্রধান আসামী সহ ৪৯জন আ'লীগ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা

কুষ্টিয়ায় পৃথক দুটি মামলায় হানিফ-আতা প্রধান আসামী সহ ৪৯জন আ'লীগ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা


কুষ্টিয়া 

১৭ আগস্ট ২০২৪

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় দুটি পৃথক হত্যা মামলা হয়েছে। 

একটি মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও অন্য আরেকটি মামলায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাকে প্রধান আসামি করা হয়েছে। 


দুটি মামলার নিহতরা হলেন, কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার লুকমান হোসেনের ছেলে আবদুল্লাহ (১৩) এবং সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের মৃত নওশের আলীর ছেলে বাবু (৩২)। আবদুল্লাহ বাবার সঙ্গে শহরের ফায়ার সার্ভিসের সামনে অবস্থিত চায়ের দোকানে কাজ করত। আর বাবু স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। এজাহার সূত্রে, গত৫ আগস্ট বিকেলে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে তাঁদের উপর ইটপাটকেল ছুড়তে থাকে, এছাড়া দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে। পরে তাদের উপর গুলিও চালানো হয় বলে জানা গেছে। দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঁদের মধ্যে বাবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন।নিহত আবদুল্লাহর বাবা লোকমান বাদী হয়ে মামলা করেন এবং নিহত বাবুর পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কুষ্টিয়া সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র রাইসুল হক বাদী হয়ে বৃহস্পতিবার ১৫ আগস্ট রাতে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা  করেন। এর মধ্যে আবদুল্লাহর হত্যা মামলায় মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করা হয়েছে। অপর আসামীরা হলেন, আতাউর রহমান আতা, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার, ২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ধীমান, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব। কাটাইখানা মোড়ের মৃত তোফাজ্জলের ছেলে সোহেল রানা (৪২), কালিশংকরপুরের মৃত আলাউদ্দিন মন্ডলের ছেলে আরিফ হোসেন(৪২), কোটপাড়া (ঈদগাপাড়) মৃত নিলুর ছেলে রনি(৪৩), সরকারি কলেজের পাশের মিন্টু (৪০)পিতা অজ্ঞাত, সরকারি কলেজ হোস্টেলের পিছনে মান্নানের পুত্র আনোয়ার হোসেন (৪৫), কোটপাড়া (ঈদগাহ পাড়া) হান্নান বিশ্বাস (৫৫)পিতা অজ্ঞাত, নারকেল তলার মীর জাফরের পুত্র সাইদুল ইসলাম (৫০), ঈদগা পাড়ার তরুন (৫৫), নিপুন (৪২) সহ অজ্ঞাত নামা ১০/২০জন। 


আর বাবু হত্যা মামলায় আতাউর রহমান আতাকে প্রধান আসামী করা হয়েছে। এ মামলায় আসামীরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী। শহর ছাত্র লীগের সাবেক আহবায়ক হাসিব কোরাইশী, জেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি ফেরদৌস। হাবিবুর রহমান হাবি (৫০), কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, মহিদুল কমিশনার (৪৫), মাহাবুল (৫০), কাউন্সিলর কৌশিক আহমেদ বিচ্চু, হরিপুরের মিলন মন্ডল, কাউন্সিলর কিশোর কুমার জগৎ, শহর আওয়ামী লীগের সদস্য ফজলে করিম খোকা, কাউন্সিলর সোহেল রানা আশা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. অনুপ কুমার নন্দী, পল্লব (৪৭), ব্যারিস্টার গৌরব চাকী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমীনুর রহমান মোমিজ, মানিক (৪০), কাউন্সিলর তানভীর নোভেল, রুবেল (৩৫), মধু(৪৫), রঞ্জু (৪০), শহর যুবলীগের যুগ্ম আহবায়ক আল মুনিম, মিনাপাড়ার সাহাজুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ, ছেউড়িয়ার নুর মোহাম্মদ পুকাড়ি (৫০), ও তার ছেলে রাজীব হোসেন (৩৮), জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, পাটিকাবাড়ির জহুরুল ইসলাম সহ ৪০/৫০ জনকে অজ্ঞাত নামা উল্লেখ করা হয়েছে। দুটি মামলায় মোট ৪৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়েছে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরীর সাথে কথা হলে তিনি দুটি মামলার বিষয় নিশ্চিত করেন। তবে মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি।

Tag
আরও খবর