নোয়াখালীর কোম্পানীগঞ্জে খাল খনন প্রকল্পে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না হওয়ায় এবং দুর্নীতির কারণে চরম জলাবদ্ধতার সমস্যায় পড়েছে তারা।
স্থানীয়রা জানিয়েছেন, প্রকল্পের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার না করে, নিম্নমানের কাজ করা হয়েছে। খাল খননের জন্য যে মাটি উত্তোলন করা হয়েছে, তা প্রয়োজনীয় গভীরতায় পৌঁছায়নি। ফলে বর্ষার পানি সরতে না পেরে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা কৃষি জমি এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করছে।
একাধিক গ্রামবাসী অভিযোগ করেছেন, খাল খননের কাজ শুধুমাত্র কাগজে-কলমে হয়েছে। বাস্তবে তা ঠিকভাবে সম্পন্ন হয়নি। স্থানীয় বাসিন্দা আবুল হাসেম বলেন, "প্রতিবার বর্ষায় আমরা জলাবদ্ধতার শিকার হই। খাল খননের মাধ্যমে এ সমস্যা সমাধানের আশায় ছিলাম। কিন্তু দুর্নীতির কারণে আমাদের দুর্ভোগ আরও বেড়েছে।"
অনেকে আরও অভিযোগ করেন, খনন কাজের দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সঠিকভাবে কাজ করেননি। তারা ঠিকাদারের সঙ্গে আঁতাত করে কাজের মান কমিয়ে দিয়েছেন। ফলে খালের বিভিন্ন অংশে মাটি ধসে পড়ে এবং পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, "আমরা ইতিমধ্যে এলাকাবাসীর অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে দেখছি। যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এলাকাবাসীর দাবি, খাল খননের কাজ পুনরায় সঠিকভাবে সম্পন্ন করতে হবে এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। জলাবদ্ধতার কারণে এলাকায় ফসলের ক্ষতি, মৎস্য খামারে ক্ষতি, রাস্তার পানি জমে যাওয়ায় চলাচলও দুঃসাধ্য হয়ে পড়েছে।" এ ছাড়াও দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী।
বিষয়টি নিয়ে বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিক বার কল দেওয়ার পরও তারা কল রিসিভ করেননি।