প্রকাশের সময়: 22-08-2024 09:55:31 am
ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্ভুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা৷
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা ক্যাম্পাসে জড়ো হয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করে।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা- ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতীয় দালালেরা, হুঁশিয়ার, সাবধান’। ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’। ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’, দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’ সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় বক্তরা ভারতীয় আদিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেন৷ ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সাইফ বলেন, ‘ভারত আমাদের প্রয়োজনের সময় পানি না দিয়ে অপ্রয়োজনে পানি দিয়ে দেশের বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা আন্তর্জাতিক নদ-নদী ব্যবস্থাপনা আইন অমান্য করে নদীগুলোতে বাঁধ নির্মাণ করেছে। তাদের কে আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনা আইন অনুযায়ী আইনের আওতায় আনতে হবে।’
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী লিটন আকন্দ বলেন, ‘মোদির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা রুখে দাঁড়াবে। হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এবার ভাতে মারবে না, পানিতে মারার পরিকল্পনা করছে। আমরা যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজ সবসময় প্রস্তুত আছি।’
মিছিলে সাধারন শিক্ষার্থীদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার ও ড. মাহবুবুর রহমান, ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদিকুর রহমান ইমন ও আব্দুস সাত্তার, ইইই বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম, গনিত বিভাগের সহকারী অধ্যাপক রিপন রায় ও প্রভাষক ইমরুল কবীর প্রমুখ।
৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১০ ঘন্টা ১ মিনিট আগে
১০ ঘন্টা ৩ মিনিট আগে
১০ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ ঘন্টা ২২ মিনিট আগে
১৬ ঘন্টা ৪২ মিনিট আগে