চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান নাগরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির নন্দীগ্রামে ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব প্রশ্ন ফাঁসের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুবি শিক্ষক কাজী আনিছ নন্দীগ্রামে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুবিতে শাহবাগ ও পতিত স্বৈরাচারের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল কুবি বিএনসিসি প্লাটুনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুবিতে মার্কেটিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবেঃ মোংলায় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদশী নাগরিককে হস্তান্তর শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

ঝিকরগাছা বড়পোদাউলিয়া দাখিল মাদ্রাসার নিয়োগে অর্থ বানিজ্য, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিকরগাছা বড়পোদাউলিয়া দাখিল মাদ্রাসার নিয়োগে অর্থ বানিজ্য, প্রতিবাদে সংবাদ সম্মেলন




ঝিকরগাছা বড়পোদাউলিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জাহান আলীসহ তার সহযোগিদের বিরুদ্ধে ৪ পদে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।


নিয়োগের নামে বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসি ও মাদ্রাসার শিক্ষকরা।


রোববার (২৫ আগষ্ট) বেলা ১২ টার দিকে বড়পোদাউলিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে মাদ্রাসার সহকারি সুপার আলমগীর কবির জানান,নিয়োগের সময় তিনি প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্বে ছিলেন।প্রতিষ্ঠানের সভাপতি জাহান আলী কতৃক ৪ টি পদে নিয়োগের সময় হঠাৎ একদিন তৎকালিন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম আমাকে ফোন দিয়ে উপজেলায় যেতে বলে। তিনি সেখানে গেলে সভাপতি জাহান আলীর উপস্থিতিতে নিয়োগ আজই হবে বলে সাফ জানিয়ে দেন। বাধ্য হয়ে আমাকে সেটা মেনে নিতে হয়েছে বলে তিনি জানান।


অনুসন্ধানে জানাযায়,আ.লীগের গত ১৫ বছরে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানে দলীয় ক্যাডাররা সভাপতি হিসেবে নিয়োগ পেয়ে এসেছে।সর্বশেষ আ.লীগ নেতা জাহান আলী সভাপতি হিসেবে দায়িত্ব পান। মাদ্রাসা সুপার ও নৈশপ্রহরিসহ ৪ টি পদে ২০২৩ নিয়ম বহির্ভুতভাবে নিয়োগ দেন সভাপতিসহ তার সহযোগি গংরা।এসময় প্রতিষ্ঠান উন্নয়ন করার নামে তাদের কাছ থেকে নেওয়া হয় ২০ লক্ষ টাকা।সেই টাকা প্রতিষ্ঠানে না দিয়ে চলে যায় সভাপতি জাহান আলী, তৎকালিন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ওয়ার্ড আ,লীগ সভাপতি জাহান আলী ও আ.লীগ নেতা কবিরুজ্জামান মিঠুর পকেটে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিক্ষকরা ও এলাকাবাসি।



নিয়োগ প্রাপ্ত সুপার শাহাদাত হোসেন জানান,তাকে নিয়োগ দেওয়ার আগে ৪ লক্ষ টাকা দাবি করা হয়েছিলো এবং তা এক সপ্তাহের মধ্যে দিতে হবে বলে জানান। কিন্তু তিনি ৩ লক্ষ টাকা দিতে রাজি হয়েছিলেন।এক পর্যায়ে শাহাদাত ৩ লক্ষ টাকা নিয়ে সভাপতি জাহান আলী,  ওয়ার্ড আ.লীগ সভাপতি জাহান আলী ও আ.লীগ নেতা কবিরুজ্জামান মিঠুর কাছে জমা দেন।পরবর্তিতে ঐ প্রতিষ্ঠানে যোগদানের পর তিনি জানতে পারেন নিয়োগের একটা টাকাও প্রতিষ্ঠানে জমা পড়েনি। সব টাকা ঐ তিন জনের পকেটে চলে গেছে ।তিনি তাদেরকে আইনের আওতায় এনে প্রতিষ্ঠানের উন্নয়ন স্বার্থে অর্থ ফেরত পুর্বক বিচারের দাবি জানান।


এছাড়া অপর তিনটি নিয়োগ নৈশ প্রহরী, সিকিউরিটি ও আয়া পদে আলামিন, সাবিনাকে নিয়োগ দিয়ে প্রায় ২০ লক্ষ টাকা তৎকালিন ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সভাপতি জাহান আলী, আ.লীগ সভাপতি জাহান আলী ও কবিরুজ্জামান মিঠুর বিরুদ্ধে আত্বসাতের অভিযোগ উঠেছে সংবাদ সম্মলনে।



এসময় সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন,শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির জামিরুল ইসলাম,সেক্রেটারী  ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন সহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।

আরও খবর