মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির অভিষেক ও নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক ডাবলু, সদস্য সচিব শিহাব সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের ১ দফা দাবিতে প্রতিবাদী মশাল মিছিল শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য নিজাম গ্রেফতার যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে কালিগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে নোয়াখালীর জেলাপরিষদ চেয়ারম্যান পিন্টুর বাড়িতে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, যা মানব দেহের জন্য ক্ষতিকারক। স্নেহের তৃষ্ণা রাজশাহী ও রংপুর বিভাগীয় সমাবেশ ঘিরে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি সভা উলিপুরে ২০ মামলার মাদক কারবারি আটক ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ১০৫টি পরিবার পেল নতুন ঘর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ইবি শিবিরের মিষ্টি বিতরণ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি-সংগঠন নিষিদ্ধ করা যাবে, অধ্যাদেশ অনুমোদন সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, তাণ্ডব চালাবে দুই বিভাগে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মহাদ্দিস আবু তালহা (রহ:) এর কবর জিয়ারত ও স্মৃতিচারণ বরিশালে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় বিক্ষোভ তাপদাহে পুড়ছে মোংলা,প্রাণীকুলে নাভিশ্বাস শ্রীমঙ্গলে নারী মাদক ব্যবসায়ির বসতঘরে মিললো ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা, ইয়াবাসহ গ্রেফতার-৫

বন্যার্তদের পাশে দাঁড়াতে বাঙলা কলেজের শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে।

গত সপ্তাহে বেশ কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের বাঁধ ছেড়ে দেওয়ার পর থেকে বাংলাদেশের ফেনি,নোয়াখালী এবং কুমিল্লা সহ অনেকগুলো অঞ্চল বন্যা প্লাবিত হয়েছে। এই বন্যা শুধু মাঠ-ঘাট আর ফসলি জমি প্লাবন করেই থেমে থাকেনি,বরং এই ভয়াবহ বন্যার প্রভাবে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, লোকালয় সহ সরকারি-বেসরকারি নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। দেশের অন্য অঞ্চলগুলোর মানুষ যেখানে দৈনন্দিন কাজকর্ম করে যাচ্ছে, সেখানে বন্যাকবলিত অঞ্চলগুলোর মানুষ পানির হাতে নিজেদের সর্বস্ব ছেড়ে দিয়ে জীবন বাঁচানোর জন্য অন্যত্র নিরাপদ আশ্রয়ের খোঁজ করে বেড়াচ্ছে। খুঁজে বেড়াচ্ছে একটু বিশুদ্ধ পানি আর ক্ষুধা নিবারণের জন্য কিছুটা খাবার। 


এমতাবস্থায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বাঙলা কলেজের শিক্ষার্থীরা। ইতোমধ্যে গত বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সংগঠন এবং একাধিক বিভাগের উদ্যোগে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। 


"বন্যার্তদের পাশে বাঙলা" লেখা ব্যানারে রাস্তাঘাট, মসজিদ এবং বিভিন্ন দোকান থেকে উত্তোলনের মাধ্যমে তাঁরা গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং ক্যাম্পাসের মূল গেটের নিচে বন্যাদূর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রমও চলমান রেখেছে । এখানে নানান শ্রেণি পেশার মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বিভিন্ন রকমের শুকনো জাতীয় খাদ্য,বস্ত্র এবং অর্থ দিয়ে সহযোগিতা করছেন।


এসব তহবিলের মাধ্যমে গত শনিবার সহস্রাধিক মানুষের জন্য শুকনো খাবার,বিশুদ্ধ পানি,গুরুত্বপূর্ণ ঔষধ এবং সংগ্রহকৃত পোষাক সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে ফেনীর পথে যাত্রা করে শিক্ষার্থীদের একটি টিম। অবশ্য কলেজটি থেকে বন্যাকবলিত অঞ্চলগুলোতে রেসকিউ টিম যেয়ে তাঁদের উদ্ধার কার্যক্রম শুরু করেছে আরও আগে থেকেই। 


এছাড়াও বাংলা বিভাগের উদ্যোগে আজ রাতে তিন শত পরিবারের জন্য শুকনো খাবার নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবে ত্রাণ সহায়তা কার্যক্রমের আরো একটি টিম। এই টিমের কিছু সদস্যরা জানান, আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে একটি ফান্ড গঠন করেছিলাম। আমাদের ফান্ডে এক লক্ষ একষট্টি হাজার ছয় শত ঊনসত্তর টাকা উত্তোলিত হয়েছে। এই টাকার মধ্যে শুকনো খাবার পানি এবং ঔষধ, শিশু খাদ্য সহ আরো কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য নিয়ে তিনশত পরিবারের জন্য ত্রাণ সহায়তা প্যাকেট করা হয়েছে। এগুলো যেন বন্যাকবলিত অঞ্চলের দুঃস্থ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আমরা তার সর্বচ্চ চেষ্টা করব। 


মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ভূপেন হাজারিকার এই বাক্যটি প্রতিটি মানুষের মননে মিশে যাক। মানবিকতা হোক মুক্ত,প্রতিটি অসহায় মানুষের প্রয়োজনে এগিয়ে আসুক প্রতিটি মানব হাত। 





আরও খবর