‘হাতে হাত ধরি, সম্প্রীতির দেশ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আস্থা প্রকল্পের অংশগ্রহণমূলক গণতন্ত্র, শান্তি ও সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট সোমবার সকালে ঝিনাইগাতী বিআরডিবি হল রুমে উপজেলা যুব ফোরাম ঝিনাইগাতীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। যুব ফোরাম সদস্য সোহাগ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মো. সোহেল রানা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঝিনাইগাতী উপজেলার সভাপতি রবেতা ম্রং, সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, যুব ফোরাম সদস্য রবেন নকরেক, চৈতী ঘাগরা, মেহেদী হাসান রাব্বি, আস্থা প্রজেক্টের জেলা সমন্বয়কারী ফিরোজ আহমেদ প্রমুখ। বক্তারা তাদের বক্তৃতায় বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। তেমনি ঝিনাইগাতী উপজেলায় আমরা আদিবাসী সহ সকল ধর্মের লোকজন অত্যন্ত সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে আসছি। সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক যেন নষ্ট না হয় সেজন্য যুব ফোরাম সহ সমাজের সকল স্তরের নাগরিকদের সতর্ক থাকতে হবে। বর্তমান সময়ে এই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক বিষয়ের মিটিং আয়োজন করায় বক্তারা যুব ফোরাম ও আস্থা প্রকল্পকে ধন্যবাদ জানান। দুপুরে একই ভেন্যুতে উপজেলা যুব ফোরাম এর সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ফোরাম সদস্যদের আবাসিক প্রশিক্ষণ ও পরবর্তী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
৯ মিনিট আগে
১১ মিনিট আগে
২৭ মিনিট আগে
৪৩ মিনিট আগে
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে