শেরপুরের শ্রীবরদী উপজেলায় আস্থা প্রকল্পের অংশগ্রহণমূলক গণতন্ত্র, শান্তি ও সামাজিক সম্প্রীতি বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সকালে শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হল রুমে উপজেলা যুব ফোরাম শ্রীবরদীর আয়োজনে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। আস্থা প্রকল্প শেরপুর এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব ফোরাম এর যুগ্ম আহ্বায়ক মো. শামীম মিয়া। নাগরিক সংলাপে বক্তারা বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি, শান্তি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র বিষয়ে তাদের চিন্তাভাবনা তুলে ধরেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সম্প্রীতি অটুট রাখতে দেশের সকল নাগরিকদের বিশেষ করে যুব সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ এই সময়ের পরে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। নাগরিক সংলাপে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান, শ্রীবরদী পৌরসভা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা, ইমামদের প্রতিনিধি মো. শাহিন, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, নারী উদ্যোক্তা সানজিদা জেরিন, যুব ফোরাম সদস্য জিনিয়া আক্তার, কাওসার মিয়া প্রমুখ। বর্তমান সময়ে এই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক বিষয়ের মিটিং আয়োজন করায় বক্তারা যুব ফোরাম ও আস্থা প্রকল্পকে ধন্যবাদ জানান। দুপুরে একই ভেন্যুতে উপজেলা যুব ফোরাম এর সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ফোরাম সদস্যদের আবাসিক প্রশিক্ষণ ও পরবর্তী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
৯ মিনিট আগে
১১ মিনিট আগে
২৭ মিনিট আগে
৪৩ মিনিট আগে
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে