শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সাথে ঝিনাইগাতী উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, এদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে। সাম্প্রতিক সময়ে ঝিনাইগাতীতে কোনো সংখ্যালঘু সম্প্রদায় কোনো সহিংসতার শিকার হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল ধর্মের মানবাধিকার ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধ পরিকর। অপরাধীদের কোনো দল নেই। যারা দলের নাম ভাঙ্গিয়ে দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করবে তাদের দলে কোনো ঠাঁই নেই। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, এসকে সাত্তার, গোলাম রব্বানী টিটু ও আনিছ আহমেদসহ অন্যান্যরা।
৯ মিনিট আগে
১১ মিনিট আগে
২৭ মিনিট আগে
৪৩ মিনিট আগে
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে