র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা ২ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর জেলার সীমান্তঘেষা ঝিনাইগাতী উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে শালচূড়া আলহাজ্ব এস.এম.এ ওয়াজেদ নাইম মডেল কলেজের সম্মুখ সীমান্ত সড়কে ৩৭ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন– ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. ফারুক আহম্মেদ (৩২), নয়াগাঁও গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. সাকিল মিয়া (২৮) ও ঝিনাইগাতী ১নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে মো. শাহিনুর ইসলাম (২৮)। এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক-এর নেতৃত্বে সঙ্গীয় র্যাব ফোর্স সোমবার গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার শালচূড়া আলহাজ্ব এস.এম.এ ওয়াজেদ নাইম মডেল কলেজ গেটের সম্মুখ পাকা সড়কের পার্শ্বে মাদক পাচারকালে অপেক্ষারত ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি কার্টুনে রক্ষিত ৩৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক মূল্য ১ লক্ষ ২৩ হাজার টাকা। এ ব্যাপারে র্যাব-১৪ কর্তৃপক্ষ গ্রেফতারকৃত মাদক কারবারিদের ঝিনাইগাতী থানায় সোপর্দ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল।
১১ মিনিট আগে
১৪ মিনিট আগে
২৯ মিনিট আগে
৪৫ মিনিট আগে
১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ ঘন্টা ০ মিনিট আগে