বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কী? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব মাঈনউদ্দিন আল-মাহীর কবিতা - "শব্দহীন অভিমান" ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন লালপুরে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার, ছাত্রদল নেতাসহ আটক ২ ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ইফতার ও দোয়া অনুষ্ঠিত পাবিপ্রবিতে পদ্মা ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে মাঠ দিবস পালিত কোম্পানীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল! আদমদীঘিতে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি কুবিতে আছিয়ার ধর্ষকদের অতিদ্রুত বিচারের দাবিতে মৌন মিছিল থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক তন্ময় আদমদীঘিতে বিস্কুটের প্যাকেটের ভিতর হেরোইন, বাসযাত্রী গ্রেপ্তার শুক্রবার একই ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন ড. ইউনূস ও গুতেরেস আছিয়ার দাফন সম্পন্ন, ধর্ষকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন নন্দীগ্রামে পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ছাত্রলীগ কর্মিকে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার।




বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের মামলার প্রধান আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে শরীয়তপুরের চিকন্দি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার আল আমিন তালুকদার বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও বড় দুলালী এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে।নিহতের বড় ভাই রাসেল শিকদার বলেন, রাশেদ ঢাকায় আমার ব্যবসা দেখাশোনা করত। ১৬ আগস্ট শুক্রবার ওর দুই বছরের ছেলে রাফসান বাড়িতে আসে। জুমার নামাজের পর সে ছেলের জন্য ফল কিনতে বার্থী বাজারে যায়। সেখানে তাকে ছাত্রদলের লোকজন আটকে চাঁদা দাবি করে। অন্যথায় এলাকায় থাকতে দিবে না বলে হুমকি দেয়। রাশেদ চাঁদা দিবে না বলে জানালে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিনের নেতৃত্বে সাইমুন, হামিম তালুকদারসহ ১০/১৫ জন ব্যাপক মারধর করে।উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল, সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নিতে বললে, ঢাকা নেওয়ার পথে আমার ভাই মারা যান। মারধর থেকে বাঁচতে বাজারের কামরুলের দোকানে আশ্রয় নিলে সেই দোকানেও ভাঙচুর চালায় ছাত্রদলের কর্মীরা।
র‌্যাব জানিয়েছে, ঘটনার পরের দিন নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আসামিরা বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। র‌্যাব ছায়াতদন্তে নেমে জানতে পারে প্রধান আসামি আল আমিন শরীয়তপুরের চিকন্দি বাজারে আত্মগোপনে আছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাশেদ হত্যা মামলায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। র‌্যাব একজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃত সব স্বীকার করেছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়ে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তারা।

আরও খবর