শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আস্থা প্রকল্পের উপজেলা যুব ফোরাম এর উদ্যোগে এবং নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৈষম্যহীন, সহিংসতামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষ্যে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষ, মেঘমালায় এ সস্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ফোরাম, নালিতাবাড়ী এর আহ্বায়ক অভিজিৎ সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, শেরপুর জেলা নাগরিক প্লাটফর্ম সদস্য, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক বিপ্লব দে কেটু। সস্প্রীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা বলেন, ব্যানারে ব্যবহৃত তিনটি শব্দ বৈষম্যহীন, সহিংসতামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ গঠন খুবই গুরুত্বপূর্ণ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার ৫৩ বছর পার হয়ে গেলেও আমরা আমাদের দেশকে এখনো বৈষম্যহীন, সহিংসতামুক্ত ও অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলতে পারি নি। আজকের এই সস্প্রীতি সংলাপের মাধ্যমে আমরা সেই কাঙ্ক্ষিত রাষ্ট্রের দিকে কীভাবে পৌঁছাতে পারি, সেই বিষয়টি উঠে আসবে। উপস্থিত রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের প্রত্যেককে সতর্ক ও সজাগ থাকতে হবে, যেন কেউ কোন অপকর্ম ও সহিংসতা করে অন্যের উপর দায় চাপাতে না পারেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিধান সরকার করবে, তবে সকল পর্যায়ের নাগরিকদের সতর্ক ও সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। সস্প্রীতি সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নুরুল আমীন, শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. শাহাদাত হোসেন বিএসসি, ইসলামী আন্দোলন নালিতাবাড়ী উপজেলার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়েস, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলার যুগ্ম আহ্বায়ক ড. শংকর চন্দ্র পাল, নালিতাবাড়ী মধ্যবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ইসমাইল, বারোমারী সেন্ট লিও গীর্জার ফাদার রেভা তরুণ বনোয়ারী, গন অধিকার পরিষদ নালিতাবাড়ী এর আহ্বায়ক মো. আবু সাইদ, প্রেসক্লাব নালিতাবাড়ী এর সেক্রেটারী মো. মনিরুল ইসলাম মনির, যুব ফোরাম এর যুগ্ম আহ্বায়ক সুজন চন্দ্র, আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ প্রমুখ। বর্তমান সময়ে এই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক বিষয়ের মিটিং আয়োজন করায় বক্তারা যুব ফোরাম ও আস্থা প্রকল্পকে ধন্যবাদ জানান।
১৩ মিনিট আগে
১৬ মিনিট আগে
৩১ মিনিট আগে
৪৭ মিনিট আগে
১ ঘন্টা ১৬ মিনিট আগে
১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ২ মিনিট আগে