শেরপুর জেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর আয়োজনে আস্থা প্রকল্পের নালিতাবাড়ী উপজেলা যুব ফোরাম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষ, মেঘমালায় এ সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কৌশিক ইকবাল আকাশ এর সভাপতিত্বে এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
যুব ফোরাম, নালিতাবাড়ী এর আহ্বায়ক কৌশিক ইকবাল আকাশ ক্যারিয়ার ও নালিতাবাড়ী ত্যাগ করার কারণে অব্যাহতি নেন। যুব ফোরাম এর পক্ষ থেকে তাকে বিদায় জানানো হয়। পরবর্তীতে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যুব ফোরাম সদস্য রবিউল ইসলামকে ১৮-৪ ভোটে পরাজিত করে নতুন আহ্বায়ক নির্বাচিত হন অভিজিৎ সাহা। সভায় আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ও যুব ফোরামের কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, যুব ফোরাম এর যুগ্ম আহ্বায়ক সুজন চন্দ্র, সারোয়ার হোসেন, রবিউল ইসলাম, অর্পিতা সূত্রধর, ফিল্ড অফিসার সাইকা উম্মাশী।
ত্রৈমাসিক সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে যুবদের দক্ষতা বৃদ্ধি মূলক আবাসিক প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জানা গেছে, শেরপুর জেলায় আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি বাস্তবায়ন করছে।
১৩ মিনিট আগে
১৫ মিনিট আগে
৩১ মিনিট আগে
৪৭ মিনিট আগে
১ ঘন্টা ১৬ মিনিট আগে
১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ২ মিনিট আগে