মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মদিন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রী কলেজে কিরাত ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ লতিফুল মুন্তাকীম।
এতে সহকারী অধ্যাপক আবু ফাত্তাহ্ কামাল পাখী, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ সহ মহাবিদ্যালয়টির অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে অনুষ্ঠিত কিরাত ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।