শেরপুরের ঝিনাইগাতীতে মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল এবং মাদ্রাসা শিক্ষকদের উদ্যোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে উক্ত কর্মসূচি পালন করা হয়। উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজনসহ অন্যান্য শিক্ষকগণ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা জানান, বিগত সরকারের শাসনামলে তাদের উপর বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমাদের যৌক্তিক দাবিকে অবহেলা করা হয়েছে। এ দেশের শিক্ষকদের ভালোবাসতে হবে তাদের সম্মান করতে হবে, কেননা শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। এমনও দেখা গেছে একজন সরকারি স্কুলের পিয়নের যে বেতন আমরা সেই বেতন ও পাই না। শিক্ষার সকল স্তরে বৈষম্য দূরীকরণের কথা বলেন তারা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।
১০ মিনিট আগে
১৩ মিনিট আগে
২৮ মিনিট আগে
৪৪ মিনিট আগে
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে