নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি ও দাদন ব্যবসায়ীদের ধারদেনা পরিশোধ করার চাপে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১লা অক্টোবর) দুপুর পৌনে ১টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চিলাহাটি কারেঙ্গাতলী এলাকায় নিজ ঘরে আত্মহত্যা করেন নজরুল। তিনি একই এলাকার মৃত আফজালুল হকের পুত্র।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বিভিন্ন এনজিওর পাশাপাশি স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নেয় নিহত নজরুল। সেসব টাকা পরিশোধের জন্য দাদন ব্যবসায়ী সহ এনজিও কর্মীরা তাকে বারবার তাগাদা দিলে সেটি সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, ময়নাতদন্ত সহ আইনী প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।