বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপন করবে টিকটক যে কারণে সংলাপে ডাক পাচ্ছে না জাপা ১১ অক্টোবর বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান লোকেশন পাল্টায়নি শেখ হাসিনা বড়লেখায় বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার ৪ বশেফমুবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন বড়লেখায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় ডাঃ শাহাদাত হোসেনকে চসিক’র মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে শুরু হয়েছে শারদীয়া দুর্গাপুঁজা স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার মেট্রোরেলের মিরপুর ১০ নম্বর স্টেশন অক্টোবরেই চালু হচ্ছে সারিয়াকান্দিতে বাঙালি নদীর ভাঙন অব্যাহত, তীর সংরক্ষণের পরও ২০ মিটারে ধ্বস ইসলামপুরে যুবদল নেতা মুসা শেখ এবং পারভেজ ফারাজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন ডোমারে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ দুর্গাপূজায় আট দিনের ছুটিতে বশেফমুবিপ্রবি মহানবীকে (সা.) ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে রাজশাহী কলেজে বিক্ষোভ ৫আগষ্টে আহত আরিফ; অভাব ঘোচাতে যেয়ে ফিরলেন পরিবারের বোঝা হয়ে আল হাইয়া ও বেফাক বোর্ডের মেধা তালিকায় স্থান করে ওমরায় গেলেন শ্রীমঙ্গলের বরুণা মাদরাসার ৫ শিক্ষার্থী আব্দুর রহমান কলেজের শিক্ষকদের কক্ষে আটক রেখে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

সুনামগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত 
সুনামগঞ্জ  : 
সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার  (২ অক্টোবর) বিকালে জেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে উক্ত গণসমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান,সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান,ইসলামী যুব আন্দোলনের সহকারী সাধারণ সম্পাদক মুফতী রহমতুল্লাহ বিন হাবিব,ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সোহেল আহমদের সঞ্চালনায় গণ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা সেক্রেটারি হাফিজ রফিকুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফিজ কামাল হোসাইন, ধর্মপাশা উপজেলা সেক্রেটারি মুফতি জুবায়ের আলম, দিরাই উপজেলা সভাপতি মাওঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাওঃ আব্দুস শহীদ, পৌর সভাপতি রহমতুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রায়হান আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি ইব্রাহীম হাসনাত, শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারি আব্দুর রশীদ, সভাপত্বি জিলাই মিয়া জিলানী প্রমুখ।

 
সমাবেশে রাষ্ট্র সংস্কারে পীর সাহের চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। ৯ দফা দাবিগুলো হলো,অন্তর্র্বতীকালীন সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ ৬ মাস। সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না। গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার বিচার করতে হবে। একই সাথে আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৬ বছরের সকল হত্যা, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার ও তাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। গত ১৬ বছরে সরকারের দুর্নীতি ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। সেই সাথে দুর্নীতিবাজ মন্ত্রী, এমপিদের অবৈধ অর্থ সম্পত্তি ক্রোক করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগসহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন, সংবিধান, শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছে তাদের বিচার করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা-চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না।

নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পি.আর) চালু করতে হবে। গত ১৬ বছরে শিক্ষাখাতের মান ও নৈতিকতা ক্ষতি হয়েছে। তাই এই ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষাকমিশন গঠন করতে হবে।
Tag