টাবিতে সন্ত্রাসী হামলায় নিহত পাথরঘাটা বরগুনার সন্তান মানসিক ও ভারসাম্যহীন তোফাজ্জেল হোসেন কে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। অভিলম্বে হত্যাকারীদের ফাসির দাবিতে বরিশাল নগরী প্রাণকেন্দ্র রুপাতলী পুলিশ বক্স সামনে এক মানববন্ধন অনুষ্টিত হয়,আজ ৫ অক্টোবর সকাল ১১টায় এ সময় যুব সংগঠনের নেতারা বলেছেন কেন এই নৃশংস হত্যা, কি দোষ ছিল কেন মরতে হল এক এতিম যুবক তোফাজ্জেল হোসেনকে,তাই আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, দ্রুতভাবে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে ফাসি দাবী জানাই তা না হলে আমরা ছাত্রসমাজ যুব সমাজ বসে থাকবো না,হুশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতা কর্মিরা।এ সময উপুস্থিত ছিলেন জিয়া শিশুকিশোর মেলার বরিশাল জেলার যুগ্ন সাধার সম্পাদক মোঃ নাজিবুর রহমান তুহিন, মোঃ তোতা খান, মোঃ মোঃ আলমগীর হোসেন, মোঃ রিয়াদ হোসেন, মোঃ ফয়সাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রাজ্জাক হাওলাদার, মোঃ অন্তর হাওলাদার, মোঃ শিপন হোসেন,সহ প্রমুখ।