নীলফামারীর ডোমার উপজেলার জালালের মোড়ে ট্রাক-অটো ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রোজিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (৯ই অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের জালালের মোড়ে দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হন স্বামী-স্ত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন।
নিহত রোজিনা বেগম দিনাজপুরের বিরামপুর উপজেলার কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী। নিহতের স্বামী মঞ্জুরুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানা যায়, দুপুরের দিকে ব্যাটারিচালিত ইজিবাইকে স্বামী সহ ডিমলা উপজেলার কলোনি ভাটিয়াপাড়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন রোজিনা বেগম। ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের জালালের মোড় এলাকায় পৌঁছালে ট্রাক-অটো ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়।
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
১ ঘন্টা ৫২ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ ঘন্টা ১০ মিনিট আগে
২ ঘন্টা ২৫ মিনিট আগে
২ ঘন্টা ২৬ মিনিট আগে
২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪ ঘন্টা ৪১ মিনিট আগে