আশাশুনিতে দূর্গোৎসবে আশাশুনি উপজেলা এলাকায় আইন-শৃঙ্খলা
স্বাভাবিক রাখতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন থানা অফিসার ইনচার্জ
মু. নজরুল ইসলাম।
বুধবার রাতে তিনি বুধহাটা
ইউনিয়নের কাছারীপাড়া পূজা মন্ডপ ও সুবর্ণ বণিক পাড়া পূজ মন্ডপ এবং
বৃহস্পতিবার অন্যান্য ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে
তিনি সকল পূজা মন্ডপের দায়িত্বে থাকা আনসার ভিডিপি সদস্য, স্থানীয় পূজা
মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক টিমের সাথে মতবিনিময় করেন ও আইন
শৃঙ্খলা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন। এসময় সুবর্ণ বনিকপাড়া পূজা
মন্ডপের সভাপতি সজল কুমার আ্ঢ্য, সাধারণ সম্পাদক সচ্চিদানন্দদে সদয়,
কাছারীবাড়ী পূজা মন্ডপের সভাপতি সবুজ দেবনাথ, সাধারণ সম্পাদক বাপ্পি
দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #