চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান নাগরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির নন্দীগ্রামে ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব প্রশ্ন ফাঁসের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুবি শিক্ষক কাজী আনিছ নন্দীগ্রামে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুবিতে শাহবাগ ও পতিত স্বৈরাচারের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল কুবি বিএনসিসি প্লাটুনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুবিতে মার্কেটিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবেঃ মোংলায় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদশী নাগরিককে হস্তান্তর শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

শান্তিগঞ্জে সাক্ষ্য প্রদান কে কেন্দ্র করে ইউপি সদস্যর বিরুদ্ধে অপপ্রচার, জনমনে ক্ষোভ



 শান্তিগঞ্জে সাক্ষ্য প্রদানকে কেন্দ্র করে ইউপি সদস্য’র ওপর মিথ্যা ও অপপ্রচারের অভিযোগ উঠেছে।


উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল আহমেদের বিরুদ্ধে এসব অপপ্রচারে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।


জানা যায়, দুই বছর পূর্বে মুজিব বর্ষ উপলক্ষ্যে শিমুলবাঁক ইউনিয়নের চাঁনপুর গ্রামে ২৬টি, মুক্তাখাই গ্রামে ৩টি গৃহ নির্মাণ করে দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ইউপি সদস্য রাসেল আহমেদের উপর টাকা আত্মসাৎ এর অভিযোগ করেন মুক্তাখাই গ্রামের আশ্রায়ণ প্রকল্পের নির্মাণাধীন ৩টি পরিবার।


এসময় অভিযোগকারীরা বলেন, গত দুই বছর আগে ভূমিহীনদের ঘর নির্মাণের জন্য জামানতের কথা বলে ৭০ হাজার টাকা করে ৩টি হতদরিদ্র পরিবারের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা এবং খরচ বাবদ আরও ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা নেন ওই ইউপি সদস্য। ঘর হস্তান্তরের দুই বছর পর টাকা ফেরত দেওয়ার কথা ছিল। হতদরিদ্র ৩টি পরিবারের কাছে ঘর ও দলিল হস্তান্তরের দুই বছর পেরিয়ে গেলেও অভিযুক্তরা হতদদ্রি পরিবারের কাছ থেকে নেওয়া ২ লাখ ১০ হাজার টাকা এখন পর্যন্ত ফেরত দেননি। টাকা ফেরত চাইতে গেলে উল্টো গালাগাল করছেন ইউপি সদস্য রাসেল আহমদ।


এদিকে, সম্প্রতি কয়েক বছর পূর্বে মুক্তাখাই সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের দপ্তরী তোফায়েল আহমদকে গাছে বেঁধে বেদারক মারধর করা হয়েছিল। এই সময় ইউপি সদস‍্য ও প‍্যানেল চেয়ারম্যান রাসেল আহমদ আহত দপ্তরী’র চিকিৎসা সেবা প্রদান করেছিলেন। এবং উপরিক্ত মামলায় ইউপি সদস্য সাক্ষ্য প্রদান করায় ক্ষেপে উঠে বিবাদী ৩টি পরিবারের ঝলক মিয়া, আতিকুর রহমান ও রোকেদা বেগম গং।


অন্যদিকে, মুক্তাখাই-চাঁনপুর গ্রামের স্থানীয় বাসিন্দা ও আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগী মাসুক মিয়া, আলীবুর মিয়া, আব্দুন নুর, আব্দুল কাদির, সামছুন নাহার, কামাল হোসেন, আব্দুল মজিদ, মিনারা বেগম, হারুন মিয়া, দিলোয়ার হোসেন, কবির আহমদ, রিপন মিয়া, জুয়েল মিয়া, চাঁন বানু, সুলতানা বেগম, আমিরুন আক্তার, হেলাল আহমদ, ফিরোজা বেগম সহ প্রমুখ ভিডিও ফুটেজে স্পষ্টভাবে বলেন, ইউপি সদস‍্য ও প‍্যানেল চেয়ারম্যান রাসেল আহমদ আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণের নামে আমরা কোন টাকা দেইনি। একটি গুজববিরোধীরা বলছে আমরা টাকা দিয়েছি বিষয়টি আমরা স্ব-জ্ঞানে বলছি সম্পূর্ণ মিথ‍্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপ্রচার।


স্থানীয়রা জানান, মুক্তাখাই গ্রামের ৩টি পরিবার যারা মুক্তাখাই সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের দপ্তরী তোফায়েল আহমদকে গাছে বেঁধে মারধর করেছিল। এ ঘটনায় মামলার আসামীরা এসব ষড়যন্ত্র পরিচালনা করছে বলে আমরা ধারণা করছি। কারণ, উনার ব্যতিত অন্য পরিবারগুলো স্পষ্ট জবাবদিহি দিচ্ছে ইউপি সদস্য কারো নিকট থেকে ঘর নির্মাণ করে দিবে টাকা নেয় নাই।


স্থানীয় বাসিন্দা মিলন মিয়া বলেন, এই আশ্রায়ণ প্রকল্পের ঘরগুলো ২বছর পূর্বে নির্মাণ করে উপকারভোগীর হস্তান্তর করা হয়। তখন এ ধরণের অভিযোগ উঠেনি। এখন একটি চক্রমহল ইউপি সদস্য রাসেল কে কুলষিত করার জন্য প্রচেষ্টা করছে।


ইউপি সদস্য রাসেল আহমেদ বলেন, আমার পেশাগত ও জনপ্রিয়তার ইমেজকে সংকটে ফেলতে এবং রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে এমন মানহানিকর ও অসত্য অভিযোগ তুলে ধরে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে। দপ্তরি তোফায়েল কে আমার দায়িত্ববোধ থেকে চিকিৎসা প্রদান করি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমাকে মামলার সাক্ষী হিসাবে নেওয়া হয়েছিল। আমি ধারণা করছি আসামী পক্ষ ক্ষুদ্ধ হয়ে আমাকে এবং আমার চাচা মুজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা ও বানোয়াট এবং সংবাদ প্রচার করছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জনাই। এবং প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার চাই।


এই বিষয়ে জানতে চাইলে শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান বলেন, আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণে ইউপি সদস‍্য রাসেল আহমদ কারো নিকট থেকে কোন টাকা নেয়নি। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Tag
আরও খবর