মৌসুমি বন্যায় এবছর ডুবতে ডুবতে ভেসে ওঠা তালা উপজেলার নিম্নাঞ্চল আবারও আকাশ বন্যায় তলিয়ে গেছে। মাস দুয়েক আগে বেতনার বাঁধ ভেঙে আর আকাশ বন্যায় ডুবে যায় তালা উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। তারপর থেকে রোদে শুকিয়ে যেটুকু পানি কমতো পরের দিন তার দ্বিগুণ বাড়তো। এভাবে ডুবতে ডুবতে ভেসেছিল তালা উপজেলার মানুষ। কিন্তু বুধবার থেকে ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে কার্তিকের আকাশ থেকে অঝর ধারায় ঝরতে থাকে শ্রাবণীধারা। এতে আবারও তলিয়ে যায় তালা উপজেলার নিম্নাঞ্চল।
এতে তালা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। দফায় দফায় বর্ষণে মৎস্যঘের, আউশ ধান ক্ষেত, সবজির ক্ষেতে তলিয়ে সকল প্রকারের কৃষি ফসল নষ্ট হয়েছে। সবজি ও চালের বাজার অস্থির। দ্রব্যমূল্য নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ। আউশ ধান হয়নি, সামনে বোরোধান না হওয়ার আশংকা। কাঁচা রাস্তা ও আধা পাকা রাস্তা, পিচের রাস্তার উপর কতকাংশ পানিতে ডুবে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তেঁতুলিয়া, খেশরা ও খলিশখালী ইউনিয়নের মানুষ ও প্রাণীকূল। মাছের ঘের প্লাবিত হয়ে ঘের মালিকদের ক্ষতি হয়েছে কয়েক শ’ কোটি টাকার সম্পদ। পানি কমতে না কমতে আবারও তেঁতুলিয়া ইউনিয়নসহ ২৩০টি গ্রামের মধ্যে অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তালা উপজেলা তেঁতুলিয়া, খেশরা, খলিশখালী, নগরঘাটা ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত। তবে সকল ইউনিয়নে ধান ও সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষের জীবন খুব সংকটময় পরিস্থিতিতে দিনাতিপাত করছে। সাধারণ মানুষের আশঙ্কা অবধারিত খাদ্য সংকটে আগামীর তালা উপজেলা। দিনমজুর কৃষকরা কাজ না পেয়ে অতিকষ্টে দিনযাপন করছেন।
এদিকে ধারাবাহিক বৃষ্টিতে বেসরকারী হিসাবে প্রায় ১ থেকে ২ হাজার মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। তাতে ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আন্দাজ করে জানিয়েছেন ঘের মালিকরা। এমনকি উপজেলা ৩-৪ ইউনিয়ন জুড়ে প্রায় শতাধিক পোল্ট্রি খামার পানিতে তলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারী শিরিনা বেগমসহ একাধিক খামারী।
অপরদিকে মসজিদ, মন্দির গীর্জাসহ সকল ধরণের একাধিক ধর্মীয় উপাসনালয়ে পানি উঠেছে। ব্যাহত হচ্ছে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। চরম বিপাকে পড়েছেন এই জনপদের মানুষ। এলাকাজুড়ে পানি থাকায় স্যানেটারি ব্যবস্থায় পড়েছে বিরুপ প্রভাব। এতেকরে সুপ্রিয় পানির অভাবের পাশাপাশি, চর্ম রোগ, পানিবাহিত রোগ,ডায়রিয়া জনিত রোগে বেড়ে গেছে।
তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সরেজমিনে ঘুরে দেখা গেছে, এই ইউনিয়নটি ১৭টি গ্রাম নিয়ে গঠিত। আর পানিতে প্লাবিত হয়েছে ১৭টি গ্রামই। কৃষকদের ফসল পানির নিচে থাকায় পচন ধরে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে টানা বর্ষণের ফলে তেঁতুলিয়া ইউনিয়নের মধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিরাশুনী, লাউতাড়া, পাঁচরোখি, সুভাশুনী, মদনপুর, সুমজদিপুর, দেওয়ানীপাড়া গ্রাম। সকল এলাকার ধানও সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষের জীবন খুব সংকটময় পরিস্থিতিতে দিনাতিপাত করছে। আগামীতে অবধারিত খাদ্য সংকটে পড়বে তেঁতুলিয়া ইউনিয়নসহ তালা উপজেলা। এতেকরে মারাত্নক ক্ষতির সম্মুখিন হচ্ছে কৃষক ও প্রাণীকুল।
১ ঘন্টা ২২ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ০ মিনিট আগে
২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ ঘন্টা ১ মিনিট আগে
৩ ঘন্টা ৫৪ মিনিট আগে