চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
রোববার (৩ নভেম্বর) সকাল ১০ টায় রাজধানী ঢাকার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ বাক্য পাঠ করান। এসময় অনুষ্ঠানে বিএনপির স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী , দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শাহাদাত হোসেন বলেন, জলাবদ্ধতা চট্টগ্রামের একটি দীর্ঘদিনের বড় সমস্যা, এই জলাবদ্ধতা নিরসন করে সেবা সংস্থাগুলোর সমন্বয়ে চট্টগ্রামে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা হবে । তিনি বলেন চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে।…কাজেই যদি চট্টগ্রাম শহরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় বাংলাদেশ এগিয়ে যাবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি- এই নির্বাচনি ইশতেহার পূরণে আপ্রাণ চেষ্টা করে যাব।’,
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট।
ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ওই মাসেই নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত। ৫ আগষ্ট দেশের পট পরিবর্তনের পর এ বছরের ১ অক্টোবর সেই মামলার রায়ে চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে