জামালপুরের ইসলামপুর উপজেলায় আন্তঃবিভাগীয় স্বর্ণালঙ্কার চুরি চক্রের চার নারী সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
যাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে তারা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দরপুর কাজীবাড়ি গ্রামের মারুফ মিয়ার স্ত্রী মিলন বেগম (৩৫), একই উপজেলার বাহনপুর উজ্জ্বলপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী জোসনা বেগম (৫০), ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের ফজলু মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (৩৮) এবং একই গ্রামের মহিউদ্দিনের স্ত্রী আয়েশা বেগম (৫০)।
গতকাল রোববার (৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের স্বর্ণালঙ্কার চুরি করার অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা তদন্তাধীন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগের দিন গত বুধবার বিকেলে উপজেলার পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ইসলামপুর থানা-পুলিশ।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, হাড়িয়াবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে স্মার্ট ভোটার আইডি কার্ড বিতরণকালে ওই চার নারীকে আগত নারীদের পরিহিত স্বর্ণালঙ্কার চুরির সন্দেহ করে স্থানীয়রা। এক পর্যায়ে অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয়রা থানা-পুলিশে খবর দেন। পরে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চার নারীকে থানায় আনেন।
মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, 'স্বর্ণালঙ্কার চুরি চক্রের গ্রেপ্তার নারীর প্রথমে পরিচয় গোপন করতে চেয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসল পরিচয় দেয় তারা। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলছে।'
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'স্বর্ণালঙ্কার চুরি চক্রের চার নারী সদস্যকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেপ্তার নারী সদস্যরা সংবদ্ধভাবে সুকৌশলে পথচারী, হাসপাতালে চিকিৎসা সেবাপ্রার্থী অথবা হাটুরে নারীদের পরিহিত স্বর্ণালঙ্কার চুরি করে আসছিল।
৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ ঘন্টা ৫৬ মিনিট আগে