সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের দ্বিতীয় ধাপে সদস্য অন্তর্ভুক্তির পত্র প্রদান করা হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে অন্তর্ভুক্ত সদস্যদের হাতে পত্র তুলে দেন- ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব।
এসময় পত্র বুঝে নেন অন্তর্ভুক্ত সদস্য হুমায়ুন কবির, হিফজুর তালুকদার জিয়া, আমিনুর রহমান জিলু। এছাড়া গোলাম সারোয়ারের পক্ষে পত্র বুঝে নেন জামাল উদ্দিন বেলাল।
প্রেসক্লাব নেতৃবৃন্দ দ্বিতীয় ধাপে পত্র প্রাপ্ত নতুন প্রাথমিক সদস্যদের স্বাগত জানিয়ে সাংবাদিকতা পেশার ভাবমূর্তি রক্ষা করে পেশাগত দায়িত্ব পালন করতে প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
এর আগে ২ নভেম্বর (শনিবার) প্রথম ধাপে প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির পত্র বুঝে নেন- জামাল উদ্দিন বেলাল, আমিনুল হক সিপন, গোবিন্দ দে, ইকবাল হোসেন।
এ ব্যাপারে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা সদস্য পদের ক্ষেত্রে আর্দশ ও সাংবাদিকতার নীতিমালাকে প্রাধান্য দিচ্ছি। সর্বশেষে একজন সাংবাদিক হওয়ার জন্য দরকার আর্দশবান, সৃজনশীল এবং যুক্তিবাদী। যাদের মধ্যে এ সকল গুনাবলী বৃদ্ধমান তারাই আমাদের কাছে গ্রহণযোগ্যতা ও সদস্য পদ অর্জন করতে পারবেন।
প্রসঙ্গত ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথপুর প্রেসক্লাব ধারাবাহিকভাবে গৌরবময় ঐতিহ্য বজায় রেখে সুনামের সহিত সাংবাদিকতা পেশার সুমহান মর্যাদা অক্ষুন্ন রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। আগামীতে এর ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ ঘন্টা ১৬ মিনিট আগে